Class 7 Maths 2023 – ১০ম অধ্যায় - নানা রকম আকৃতি মাপি

 

নানা রকম
আকৃতি মাপি 



আমরা পূর্বেই
সমতল দ্বিমাত্রিক জ্যামিতি সম্পর্কে জেনেছি। নানা রকম আকৃতি মাপি এর এই অংশে আমরা সামন্তরিক,
আয়ত, বর্গ, রম্বস, বৃত্ত, অর্ধবৃত্ত, ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল মাপা শিখব অর্থাৎ
কিভাবে পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তা জানব চিত্রসহকারে। এবং ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল কি কি ভাবে নির্ণয় করা যায় তার জন্য প্রদত্ত জোড়ায় কাজের সমাধান দিব ‘নানা
রকম আকৃতি মাপি’ এর এই অংশে। প্রথমে ছক-১ ও ছক-২ দিয়ে আমরা শুরু করব।  



নানা রকম
আকৃতি মাপি এর ছক ১ ও ছক-২ এর সমাধানঃ



সামন্তরিক



নামঃ সামন্তরিক



পরিসীমাঃ
2
×(দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি) = 2×(14+7) সেমি = 2×21 সেমি = 42 সেমি



ক্ষেত্রফলঃ
চিত্রে প্রয়োজনীয় তথ্য ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যথেষ্ট নয়।



আয়তক্ষেত্র



নামঃ আয়তক্ষেত্র



পরিসীমাঃ
2
×(দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি) = 2×(14+7) সেমি = 2×21 সেমি = 42 সেমি



ক্ষেত্রফলঃ
দৈর্ঘ্য×প্রস্থ = 14×7 বর্গ সেমি = 98 বর্গ সেমি



বর্গক্ষেত্র



নামঃ বর্গক্ষেত্র



পরিসীমাঃ
4×এক বাহুর দৈর্ঘ্য = 4×7 সেমি = 28 সেমি



ক্ষেত্রফলঃ
=(এক বাহুর দৈর্ঘ্য)2 = 72 বর্গ সেমি = 49 বর্গ সেমি



অর্ধবৃত্ত



নামঃ অর্ধবৃত্ত



পরিসীমাঃ
= π×ব্যাসার্ধ = π×7 সেমি = 3.1416×7 সেমি = 21.9912
সেমি।



ক্ষেত্রফলঃ
½× π×(ব্যাসার্ধ)2
= ½×π×72 বর্গ
সেমি = ½×3.1416×49 বর্গ সেমি =76.9692 বর্গ সেমি।



ত্রিভুজ



নামঃ ত্রিভুজ



পরিসীমাঃ
তিন বাহুর সমষ্টি = (10+6+8)
সেমি = 24 সেমি।



ক্ষেত্রফলঃ
½×ভুমি×উচ্চতা = ½×10×4.8
বর্গ সেমি = 24 বর্গ সেমি।



আয়তক্ষেত্র



নামঃ আয়তক্ষেত্র



পরিসীমাঃ
2
×(দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি) = 2(4+3) সেমি = 14 সেমি।



ক্ষেত্রফলঃ
দৈর্ঘ্য×প্রস্থ = 4×3 বর্গ সেমি = 12 বর্গ সেমি।



ক্ষেত্রফলঃ
5×2.4 বর্গ সেমি = 12 বর্গ সেমি



[ব্যাখ্যাঃ
চিত্রে আয়তের 5 সেমি কর্ণ একে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, যেখানে একটি
ত্রিভুজ ক্ষেত্রের ভুমি 5 সেমি ও উচ্চতা 2.4 সেমি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল =
½×5×2.4 বর্গ সেমি। এখন একটি ত্রিভুজের ক্ষেত্রফল = ½×5×2.4 বর্গ সেমি হলে দুইটি ত্রিভুজের
ক্ষেত্রফল 5×2.4 বর্গ সেমি আর দুইটি ত্রিভুজ ক্ষেত্র মিলে প্রদত আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল
5×2.4 বর্গ সেমি ]  






নামঃ রম্বস



পরিসীমাঃ
4×এক বাহুর দৈর্ঘ্য = 4×5
সেমি = 20 সেমি।



ক্ষেত্রফলঃ
½×কর্ণদ্বয়ের গুণফল = ½×(4+4)×(3+3)  বর্গ সেমি = 24 বর্গ সেমি।



 


এবার
মনে করো দৈর্ঘ্য ও প্রস্থের মান
জানা নেই। তাহলে চলো দেখা যাক মান বসানোর পরিবর্তে দৈর্ঘ্য ও প্রস্থকে অজানা
রাশি হিসাবে চলক দিয়ে প্রকাশ করে দেখি।



আয়তক্ষেত্র



নামঃ আয়তক্ষেত্র



পরিসীমাঃ
2
×(দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি) = 2(w+l) একক



ক্ষেত্রফল
= দৈর্ঘ্য×প্রস্থ = wl বর্গ একক



বর্গ



নামঃ বর্গ



পরিসীমাঃ
4×এক বাহুর দৈর্ঘ্য = 4l একক




ক্ষেত্রফল
= (এক বাহুর দৈর্ঘ্য)2 = l2 বর্গ একক



ত্রিভুজ



নামঃ ত্রিভুজ



পরিসীমাঃ
ত্রিভুজের তিন বাহুর সমষ্টি = a+b+c একক [উল্লেখ্য প্রদত্ত চিত্রে সকল বাহুর দৈর্ঘ্যের
উল্লেখ নেই]



ক্ষেত্রফলঃ
½×ভুমি×উচ্চতা = ½×b×h বর্গ একক



সামন্তরিক



নামঃ সামন্তরিক



পরিসীমাঃ
2
×(সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি) = 2(a+b) একক [উল্লেখ্য চিত্র a এর উল্লেখ
নেই]



ক্ষেত্রফল
= ভুমি×উচ্চতা = b×h বর্গ একক



বৃত্ত



নামঃ বৃত্ত



পরিসীমাঃ
2πr [এখানে, π =3.14 ও r = ব্যাসার্ধ]



ক্ষেত্রফল
= πr2 [এখানে,
π =3.14 ও r = ব্যাসার্ধ]



 


শিখন সূত্রঃ



ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল = ½ × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × উচ্চতা) বর্গ একক।




জোড়ায়
কাজ: (১৯৭+১৯৮ পৃষ্ঠা)



কাগজ
কেটে নিচের (ক), (খ) ও (গ)
চিত্রের মতো মডেল তৈরি করো। তারপর বিকল্প একাধিক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করো।



(ক) কাগজ
কেটে আমরা নিচের চিত্র (ক) এর মত মডেল তৈরি করলাম এবং এর ক্ষেত্রফল নির্ণয় করলাম।



ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়



চিত্রে,
ABED একটি ট্রাপিজিয়াম। D হতে BE এর উপর DC লম্ব। তাহলে DC হলো ট্রাপিজিয়ামের উচ্চতা।
উল্লেখ্য এখানে, AB=DC=h, AD=BC=a, CE=c. DC ট্রাপিজিয়ামকে দুইটি ক্ষেত্র ABCD আয়ত
ও DCE ত্রিভুজে বিভক্ত করে।



তাহলে,



ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল



= ABCD এর
ক্ষেত্রফল + DCE এর ক্ষেত্রফল



= ah + ½×c×h



= ah + ½ch



= ½h(2a+c)



= ½h{a+(a+c)}



= ½×উচ্চতা×সমান্তরাল
বাহুদ্বয়ের যোগফল।




(খ) এবার
কাগজ কেটে একই মাপের দুইটি ট্রাপিজিয়াম নিয়ে নিচের চিত্রের মত পাশাপাশি রেখে একটি সামন্তরিক
গঠন করি।



ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়



আমরা জানি,



সামন্তরিকের
ক্ষেত্রফল=ভুমি×উচ্চতা



তাহলে,



আমাদের গঠিত
সামন্তরিকের ক্ষেত্রফল




= (a+b)×h



এখন,



গঠিত সামন্তরিকের
ক্ষেত্রফল একই মাপের দুইটি ট্রাপিজিয়াম দ্বারা গঠিত।



অতএব,



একটি ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল



= ½×(a+b)×h



= ½×h×(a+b)



= ½×উচ্চতা×সমান্তরাল
বাহুদ্বয়ের যোগফল।




(গ) এবার
কাগজ কেটে একটি ট্রাপিজিয়াম নিই। এরপর প্রথমে টাপিজিয়ামটিকে চিত্র অনুসারে মাঝ বরাবর
আলাদা করি তাহলে এর উচ্চতা দুই অংশে ভাগ হয়ে গেল। পরবর্তিতে দুই ভাগকে চিত্রে উল্লেখিত
পদ্ধতিতে বসাই। এবার প্রাপ্ত সামন্তরিকের ডান পাশের ত্রিভুজ অংশকে কেটে নিয়ে চিত্রানুসারে
বাম পাশে স্থাপন করি ফলে আমরা একটি আয়তক্ষেত্র পেলাম। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই
হলো ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল।



ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়



তাহলে, চিত্র
অনুসারে,



ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল



= আয়তক্ষেত্রের
ক্ষেত্রফল



= দৈর্ঘ্য×প্রস্থ



= (a+b)×h/2



= ½×h×(a+b)



= ½×উচ্চতা×সমান্তরাল
বাহুদ্বয়ের যোগফল।

 

নানা রকম
আকৃতি মাপি: ট্রাপিজিয়াম ও রম্বস



নানা রকম
আকৃতি মাপি অধ্যায়ের এটি দ্বিতীয় অংশ যেখানে আমরা ১৯৮ – ২০০ পৃষ্ঠায় প্রদত্ত একক কাজ
অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ও পরিসীমা বিষয়ম সমস্যার সাথে রম্বসের ক্ষেত্রফল বিষয়ক
সমস্যার ছক সমাধান করেছি। অর্থাৎ এই অধ্যায়ে থাকছে-



  1. গ্রাফ পেপারের
    উপর ট্রাপিজিয়াম অঙ্কন
  2. ট্রাপিজিয়ামের
    ক্ষেত্রফল নির্ণয়
  3. ট্রাপিজিয়ামের
    সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয়  
  4. ট্রাপিজিয়ামের
    ক্ষেত্রফল ও পরিসীমা যাচাইকরণ
  5. রম্বসের ক্ষেত্রফল
    নির্ণয়
  6. রমবসের কর্ণের
    দৈর্ঘ্য নির্ণয়














একক
কাজ:



১.
গ্রাফ পেপারের উপর একটি ট্রাপিজিয়াম আঁক। প্রতিটি ক্ষুদ্রতম বর্গকে 1 বর্গ
একক এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে 0.5 বর্গ একক ধরে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল
নির্ণয় করো।



সমাধানঃ



গ্রাফ পেপারের উপর একটি ট্রাপিজিয়াম অঙ্কন



একটি গ্রাফ
পেপার নিই এবং এর উপর একটি ট্রাপিজিয়াম ABCD অঙ্কন করি যার AB || CD. এখন প্রতিটি
ক্ষুদ্রতম বর্গকে 1 বর্গ একক এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে 0.5 বর্গ একক ধরে এর উচ্চতা ও সমান্তরাল দুই বাহুর
দৈর্ঘ্য নির্ণয় করি।



তাহলে আমরা
পাই,



AB = 6.5
একক



CD =
11.5 একক



উচ্চতা, Bh
= 6 একক



এখন,



ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল



= ½×উচ্চতা×সমান্তরাল
বাহুদ্বয়ের যোগফল



= ½×6×(6.5+11.5)
বর্গ একক



= ½×6×18
বর্গ একক



= 54 বর্গ
একক.    



 


২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার
এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 312
বর্গ সেন্টিমিটার হয়, তবে এর সমান্তরাল বাহু
দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো।



সমাধানঃ



মনে করি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির মধ্যে ছোট বাহুর দৈর্ঘ্য = a সেমি



তাহলে, ট্রাপিজিয়ামের
সমান্তরাল বাহু দুইটির মধ্যে বড় বাহুর দৈর্ঘ্য = a+8 সেমি



আমরা জানি,



ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল = ½×উচ্চতা×সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল



তাহলে,



312 = ½×24×(a+a+8)
[যেহেতু, দেওয়া আছে, উচ্চতা 24 সেমি ও ক্ষেত্রফল 312 সেমি]



বা, 312
= 12×(2a+8)



বা, 2a+8
= 312/12



বা, 2a+8
= 26



বা, 2a =
26-8



বা, 2a =
18



বা, a = 18/2



বা, a =
9



অর্থাৎ, সমান্তরাল
এক বাহু = 9 সেমি



তাহলে, সমান্তরাল
অপর বাহু = 9+8 সেমি = 17 সেমি।



 


৩. চিত্রে ΔBCE এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে, ABCD ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো।



ABCD ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয়



সমাধানঃ



চিত্র হতে
পাই,



AD || CE
অর্থাৎ, DC = AE.



এখন,



AB = 31



বা, AE +
EB = 31



বা, DC +
EB = 31 [DC = AE বলে]



বা, 11 +
EB = 31



বা, EB =
31 – 11



বা, EB =
20 সেমি



এখন দেওয়া
আছে,



ΔBCE এর ক্ষেত্রফল
= 100 বর্গ সেমি




বা, ½×EB×CF
= 100 [এখানে, ভুমি = EB, উচ্চতা = CF]



বা, EB×CF
= 200



বা, 20×CF
= 200 [মান বসিয়ে]



বা, CF =
10 সেমি



এখন,



ট্রাপিজিয়ামটির
ক্ষেত্রফল



= ½×উচ্চতা×সমান্তরাল
বাহুদ্বয়ের যোগফল



= ½×CF×(AB+DC)



= ½×10×(31+11)



= 5×42



= 210 বর্গ
সেমি।




৪. নিচের
ট্রাপিজিয়াম দুইটির ক্ষেত্রফল নির্ণয় করো:   



ট্রাপিজিয়াম দুইটির ক্ষেত্রফল নির্ণয়



সমাধানঃ



১ নং ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল নির্ণয়ঃ



দেওয়া আছে,



ট্রাপিজিয়ামটির
সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 cm ও 9cm এবং উচ্চতা = 3cm



তাহলে, ট্রাপিজিয়ামটির
ক্ষেত্রফল



= ½×(7+9)×3
বর্গ সেমি



= ½×16×3
বর্গ সেমি  



= 8×3 বর্গ
সেমি  



= 24 বর্গ
সেমি  



 ২ নং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ঃ



দেওয়া আছে,



ট্রাপিজিয়ামটির
সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 cm ও 10cm এবং উচ্চতা = 6 cm



তাহলে, ট্রাপিজিয়ামটির
ক্ষেত্রফল



= ½×(5+10)×6
বর্গ সেমি



= ½×15×6
বর্গ সেমি  



= 45 বর্গ
সেমি




৫.
নিচের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন? হিসাব করে যাচাই করো।



ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ও পরিসীমা যাচাই



সমাধানঃ



গ্রাফ কাগজে
অঙ্কিত ট্রাপিজিয়ামগুলোর ক্ষেত্রফল হিসাবের জন্য ক্ষুদ্রতম বর্গের বাহুকে একক ধরে ট্রাপিজিয়ামগুলোর
উচ্চতা পাই,



১ম ট্রাপিজিয়ামের
উচ্চতা = 4 একক



২য় ট্রাপিজিয়ামের
উচ্চতা = 8 একক



৩য় ট্রাপিজিয়ামের
উচ্চতা = 6 একক



তাহলে চিত্রে
ট্রাপিজিয়ামগুলোর প্রদত্ত বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে আমরা পাই,



১ম ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল = ½×(10+14)×4 বর্গ একক = 48 বর্গ একক



২য় ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল = ½×(8+4)×8 বর্গ একক = 48 বর্গ একক



৩য় ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল = ½×(6+10)×6 বর্গ একক = 48 বর্গ একক



এবং,



১ম ট্রাপিজিয়ামের
পরিসীমা = 5+10+4+14 একক = 33 একক



২য় ট্রাপিজিয়ামের
পরিসীমা = 10+4+10+8 একক = 32 একক



৩য় ট্রাপিজিয়ামের
পরিসীমা = 6+6+10+7 একক = 29 একক



তাহলে, তিনটি
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা সমান নয়।



 


শিখন সূত্রঃ



রম্বসের ক্ষেত্রফল=কর্ণদ্বয়ের
গুণফলের অর্ধেক



 


একক কাজঃ



নিচের ছকটি
পূরণ করোঃ




সমাধানঃ



পাঠ্যপুস্তকে
প্রদত্ত ছকটি আমরা পূরণ করে নিচে দেখালাম।


























আকৃতি



নাম



কর্ণ
(d1)



কর্ণ
()



ক্ষেত্রফল






রম্বস




AC=d1=8
সেমি




BD=d2=12
সেমি




48
বর্গ সেমি






রম্বস




PR=6
সেমি




QS
= 14 সেমি




42
বর্গ সেমি




কিভাবে সমাধান
করলামঃ



চিত্র হতে
দেখি, চিত্রটির আকৃতির প্রতিটি বাহু সমান এবং সমান্তরাল ফলে এদের নামের ঘরে রম্বস লিখলাম।



১ম চিত্রের,
ক্ষেত্রফল = ½×কর্ণদ্বয়ের গুণফল = ½×8×12 বর্গ সেমি= 48 বর্গ সেমি



২য় চিত্রের
QS বা ২য় কর্ণটির দৈর্ঘ্য নির্ণেয়; রম্বসের সূত্রমতে আমরা লিখতে পারি,



½×PR×QS
= 42



বা, PR×QS
= 84



বা, 6×QS
= 84



বা, QS =
14 সেমি।

এই অংশে আমরা
নানা রকম আকৃতি মানি এর ঘনবস্তুর আকৃতি অর্থাৎ এর ক্ষেত্রফল ও আয়তন বিষয়ক সমস্যা নিয়ে
আলোচনা ও সমস্যার সমাধান করব। তাহলে, শুরু করা যাক-



ঘনবস্তু
(Solids)



আমরা
সবাই কমবেশি নিচের জিনিসগুলোর সাথে পরিচিত। তাই না? টুথপেস্ট, সাবান,
বিস্কিট, ঔষধ আরো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি।
পূর্বের শ্রেণিতে এরূপ মোরক বা বাক্সের আকৃতি
সম্পর্কে আমরা জেনেছি। এবার নিচের দ্রব্যগুলো ভালোভাবে পর্যবেক্ষ ণ করে
ছকের
খালি ঘরগুলো পূরণ করো এবং তোমার চেনা-জানা আরো দু-তিনটি দ্রব্যের
প্যাকেট সংগ্রহ করে তাদের ছবি আঁক, আকৃতির নাম, প্রতিটি পৃষ্ঠতলের আকার,
পৃষ্ঠতলের সংখ্যা লিখ।

সমাধানঃ



































দ্রব্য


প্যাকেট অবস্থায় আকৃতির
নাম


প্রতিটি পৃষ্ঠতলের
আকার


পৃষ্ঠতলের সংখ্যা


আয়তাকার ঘনবস্তু




আয়তাকার ঘনবস্তু




আয়তাকার






আয়তাকার ঘনবস্তু




আয়তাকার ঘনবস্তু




আয়তাকার






আয়তাকার ঘনবস্তু




আয়তাকার ঘনবস্তু




আয়তাকার






সিলিন্ডার




সিলিন্ডার




গোলাকার








শিখন সূত্রঃ



আয়তাকার ঘনবস্তুর
সমগ্রতলের ক্ষেত্রফল



=2(ab+bc+ca)
বর্গ একক



আয়তাকার ঘনবস্তুর
আয়তন = abd ঘন একক



এখানে,



a= দৈর্ঘ্য



b= প্রস্থ



c= উচ্চতা




একক কাজঃ
(২০৪ পৃষ্ঠা):



নিচের
(ক) এবং (খ) চিত্রের সমগ্রতলের
ক্ষেত্রফল নির্ণয় করো।



ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়



সমাধানঃ



(ক)



ক চিত্রটি
একটি আয়তাকার ঘনবস্তু।



ঘনবস্তুটির
দৈর্ঘ্য a = 6 cm; প্রস্থ b = 4 cm ও উচ্চতা c = 2 cm



তাহলে,



ঘনবস্তুটির
সমগ্রতলের ক্ষেত্রফল



=
2(ab+bc+ca) বর্গ একক



= 2(6×4+4×2+2×6)
বর্গ সেমি



=
2(24+8+12) বর্গ সেমি



= 2×44 বর্গ
সেমি



= 88 বর্গ
সেমি



(খ)



খ চিত্রটি
একটি আয়তাকার ঘনবস্তু।



ঘনবস্তুটির
দৈর্ঘ্য a = 4 cm; প্রস্থ b = 4 cm ও উচ্চতা c = 10 cm



তাহলে,



ঘনবস্তুটির
সমগ্রতলের ক্ষেত্রফল



=
2(ab+bc+ca) বর্গ একক



= 2(4×4+4×10+10×4)
বর্গ সেমি



=
2(16+40+40) বর্গ সেমি



= 2×96 বর্গ
সেমি



= 192 বর্গ
সেমি




দলগত
কাজ:



শ্রেণিকক্ষের
দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ
করো। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ



ক.
শ্রেণিকক্ষেটির সমগ্র-তলের ক্ষেত্রফল (দরজা ও জানালা বাদে)



খ.
পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল



গ.
প্রমাণ করো যে, শ্রেণিকক্ষের সমগ্রতলের ক্ষেত্রফল = পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল + 2 × মেঝের ক্ষেত্রফল



সমাধানঃ



মনে করি,
আমরা শ্রেণিকক্ষ পরিমাপ করে দৈর্ঘ্য,প্রস্থ ও উচ্চতা পাই যথাক্রমে a, b ও c.



[উল্লেখ্যঃ
তোমরা পরিমাপ করে যেটা পাবে সেটাই লিখবে এবং দলগতভাবে প্রশ্নগুলোর সমাধান করবে; আমরা
শুধু এখানে কিভাবে সমাধান করবে তা বলে দিচ্ছি।]



আমরা শ্রেণিকক্ষে
একই মাপের দুইটি দরজার ও চারটি জানালা পেলাম; প্রত্যেকটি দরজার দৈর্ঘ্য = p ও প্রস্থ
= q এবং জানালার দৈর্ঘ্য m ও প্রস্থ n পেলাম।



(ক)



মাপ অনুসারে,



শ্রেণিকক্ষের
সমগ্রতলের ক্ষেত্রফল



=
2(ab+bc+ca) বর্গ একক



দুটি দরজার
ক্ষেত্রফল = 2pq বর্গ একক ও চারটি জানালার ক্ষেত্রফল = 4mn বর্গ একক



তাহলে,



শ্রেণিকক্ষের
সমগ্রতলের ক্ষেত্রফল (দরজা ও জানালা বাদে)



= 2(ab+bc+ca)
– 2pq – 4mn বর্গ একক



(খ)



যেহেতু শ্রেণিকক্ষটি
একটি আয়তাকার ঘনবস্তুর ন্যায় সেহেতু এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থেকে আমরা এর পার্শ্বতলগুলোর
ক্ষেত্রফল বের করতে পারি। আয়তাকার ঘনবস্তুর চারটি পার্শ্বতল থাকে যেখানে দুইটি করে
তল পরস্পর সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে থাকে।



শ্রেণিকক্ষের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয়



তাহলে,



শ্রেণিকক্ষের
পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল




=
2(ac+bc) বর্গ একক



(গ)



শ্রেণিকক্ষের
মেঝের ক্ষেত্রফল



= দৈর্ঘ্য×প্রস্থ



= ab বর্গ
একক



এখন শ্রেণিকক্ষ
যেহেতু আয়তাকার, সেহেতু এর ছাদের ক্ষেত্রফলও মেঝের ক্ষেত্রফলের সমান হবে।



তাহলে,



চারটি পার্শ্বতলের
ক্ষেত্রফল + মেঝের ক্ষেত্রফল + ছাদের ক্ষেত্রফল



= চারটি পার্শ্বতলের
ক্ষেত্রফল + 2×মেঝের ক্ষেত্রফল



=
2(ac+bc) + 2ab বর্গ একক [পার্শ্বতলের ক্ষেত্রফল খ থেকে বসিয়ে]



=
2(ac+bc+ab)  বর্গ একক



=
2(ab+bc+ca) বর্গ একক



= শ্রেণিকক্ষের
সমগ্রতলের ক্ষেত্রফল [প্রমাণিত]




শিখন সূত্রঃ



ঘনকের সমগ্রতলের
ক্ষেত্রফল = 6a2 বর্গ একক



ঘনকের আয়তন
= a3 ঘন একক



এখানে,



ঘনকের দৈর্ঘ্য



= ঘনকের প্রস্থ



= ঘনকের উচ্চতা



= a



 


একক
কাজ: (২০৫ পৃষ্ঠা)



১.
মিনতি কাগজ দ্বারা পাশের ঘনবস্তু আকৃতির বাক্স দুইটি তৈরি করে। কোন বাক্সটি বানাতে মিনতির কম কাগজ লেগেছে?



সমাধানঃ



প্রশ্নে কোন
চিত্র দেয়া নেই এবং কোন পরিমাপও উল্লেখ নেই। তাই প্রকৃত সমাধান দেয়া গেল না।



সমাধান সূত্রঃ



ধরি, ১ম ঘনবস্তুর
দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল =
2(ab+bc+ca)



আবার,



২য় ঘনবস্তুর
দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে p, q ও r হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল =
2(pq+qr+rp)



এখন, দুইটি
ঘনবস্তুর ক্ষেত্রফল তুলনা করে দেখ যার ক্ষেত্রফল কম সেটি তৈরিতে কম কাগজ লেগেছে।




২.
রবিনের একটি কেবিনেট আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে
2 মিটার, 1 মিটার এবং 3 মিটার। কেবিনেটটির তলা বাদে বাইরের বাকী অংশ রং করাতে চায়।
প্রতি বর্গ মিটার রং করাতে 150 টাকা
লাগলে তার মোট কত টাকা খরচ
হবে?



সমাধানঃ



দেওয়া আছে,



কেবিনেট এর
দৈর্ঘ্য (a), প্রস্থ
(b) ও উচ্চতা (c) যথাক্রমে 2 মিটার, 1 মিটার এবং 3 মিটার।



তাহলে,



কেবিনের সমগ্রতলের
ক্ষেত্রফল



=
2(ab+bc+ca) বর্গ একক



= 2(2×1+1×3+3×2)
বর্গ মিটার



=
2(2+3+6) বর্গ মিটার



= 2×11 বর্গ
মিটার



= 22 বর্গ
মিটার



এখন,



কেবিনটির
তলার ক্ষেত্রফল



= দৈর্ঘ্য×প্রস্থ



= ab বর্গ
একক



= 2×1 বর্গ
মিটার



= 2 বর্গ
মিটার



তাহলে,



তলা বাদে
কেবিনটির ক্ষেত্রফল



= 22 – 2
বর্গ মিটার



= 20 বর্গ
মিটার



এখন 1 বর্গ
মিটার রং করতে খরচ হয় 150 টাকা



∴ 20
বর্গ মিটার রং করতে খরচ হয় 150×20 টাকা = 3000 টাকা।



 


একক কাজ
(২০৭ পৃষ্ঠা)



১.
নিচের ছকটি পূরণ করো:




সমাধানঃ



আমরা প্রদত্ত
ছকটি প্রকাশের সুবিধার্থে এর পূরণযোগ্য তথ্যগুলো সাধারন লেখনি বা ছকবিহিন ভাবে প্রকাশ
করছি, তোমরা ছকে পূরণ করবে।




আয়তাকার ঘনবস্তুর আয়তন ও ক্ষেত্রফল নির্ণয়



দৈর্ঘ্য
(l) = 12 units



প্রস্থ
(b) = 3 units



উচ্চতা
(h) = 1 units



সগ্রতলের
ক্ষেত্রফল = 2(lb+bh+hl) = 2(12×3+3×1+1×12) squire units = 102 squire units



আয়তন =
lbh = 12×3×1 cubic units = 36 cubic units




আয়তাকার ঘনবস্তুর আয়তন ও ক্ষেত্রফল নির্ণয়



দৈর্ঘ্য
(l) = 6



প্রস্থ
(b) = 3



উচ্চতা
(h) = 2



সগ্রতলের
ক্ষেত্রফল = 2(lb+bh+hl) = 2(6×3+3×2+2×6) squire units = 72 squire units



আয়তন =
lbh = 6×3×2 cubic units = 36 cubic units




আয়তাকার ঘনবস্তুর আয়তন ও ক্ষেত্রফল নির্ণয়



দৈর্ঘ্য
(l) = 6



প্রস্থ
(b) = 1



উচ্চতা
(h) = 4



সগ্রতলের
ক্ষেত্রফল = 2(lb+bh+hl) = 2(6×1+1×4+4×6) squire units = 68 squire units



আয়তন =
lbh = 6×1×4 cubic units = 24 cubic units




ঘনকের আয়তন ও ক্ষেত্রফল নির্ণয়



দৈর্ঘ্য
(l) = 4



প্রস্থ
(b) = 4



উচ্চতা
(h) = 4



সগ্রতলের
ক্ষেত্রফল = 2(lb+bh+hl) = 2(lb+bh+hl) = 2(4×4+4×4+4×4) squire units = 96 squire
units



আয়তন =
lbh = 4×4×4 cubic units = 64 cubic units




২.
গণিত বই এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে বইটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো।



সমাধানঃ



তোমারা তোমাদের
গণিত বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে নিচের সূত্রমতে নিজে নিজে করবে।



ধরো, দৈর্ঘ্য
= a, প্রস্থ = b ও উচ্চতা = c পেলে,



তাহলে, সমগ্রতলের
ক্ষেত্রফল = 2(ab+bc+ca) বর্গ
একক হবে এবং



আয়তন =
abc ঘন একক হবে।




৩.
তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. এবং 5 সে.মি.।।
ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো। নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়
করো।



সমাধানঃ



3 সেমি ধার
বিশিষ্ট ঘনকের আয়তন = 33 ঘন সেমি = 27 ঘন সেমি



4 সেমি ধার
বিশিষ্ট ঘনকের আয়তন = 43 ঘন সেমি = 64 ঘন সেমি



5 সেমি ধার
বিশিষ্ট ঘনকের আয়তন = 53 ঘন সেমি = 125 ঘন সেমি



তাহলে, উপরের
তিনটি ঘনকের আয়তন = 27+64+125 ঘন সেমি = 216 ঘন সেমি



এখন,



কোন ঘনকের
আয়তন 216 ঘন সেমি হলে তার ধার = 3√216 সেমি = 3√(6×6×6) সেমি = 6 সেমি



অর্থাৎ, তিনটি
ঘনক গলিয়ে নতুন একটা ঘনক বানালে নতুন ঘনকের আয়তন ঐ তিনটি ঘনকের আয়তনের সমান হবে।



শর্তমতে নতুন
ঘনকের ধার = 6 সেমি



তাহলে,



নতুন
ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6×62 বর্গ সেমি= 216 বর্গ
সেমি [ঘনকের ক্ষেত্রফল = 6a2 সূত্রানুসারে]




আয়তন = 63 ঘন সেমি
= 216 ঘন সেমি।

 

বেলন
(Cylinder):



বেলন,
নামটি পড়েই ছবিতে থাকা নিচের উপকরণ দুইটির কথা প্রথমেই মনে পড়ছে তাই না?
খজুঁলে আমাদের প্রত্যেকের ঘরেই এদের পাওয়া যাবে। বিশেষ করে সকালের নাস্তায়
আমরা অনেকেই রুটি-পরোটা খেয়ে থাকি। আর তা বানাতে
নিচের জিনিস দুইটি ব্যবহার করা হয়। বলতে পারবে জিনিস দুইটির কোনটিকে কি বলা
হয়?



বেলন (Cylinder)



পাশের
হাতলওয়ালা উপকরণটির নাম বেলন এবং নিচের বৃত্তাকার বস্তুটির নাম রুটি
বানানোর পিঁড়ি। এখন তোমাকে একটি কাজ করতে হবে। রুটি বানানোর জন্য তোমার
বাসায় যে পিঁড়িটি আছে,
তার ব্যাসার্ধ, ব্যাস, পরিধি ও উপরের তলের
ক্ষেত্রফল বের করতে হবে। তোমার জন্য তৈরি করা (কম পক্ষে তিনটি)
রুটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার রুটি ও পিঁড়ির মধ্যকার
ক্ষেত্রফল সম্পর্কে মতামত নিচের ছকে লিখে ছকটি পূরণ করো।



সমাধানঃ



আমরা আনুমানিক
ব্যাসার্ধের ভিত্তিতে ছকটি পূরণ করে দিলাম এবং নিচে সূত্রের ব্যবহার উল্লেখ করলাম;
তোমরা তোমাদের বাড়িতে যে পিঁড়িটি আছে সেটির ব্যাসার্ধ নিজেরা মেপে ছকটি পূরণ করবে।


























































উপকরণ


ব্যাসার্ধ


ব্যাস


পরিধি


ক্ষেত্রফল


পিঁড়ি


50


100


314.16


7854


রুটি-১


40


80


251.328


5026.56


রুটি-২


42


84


263.894


5541.78


রুটি-৩


43


86


270.177


5808.818


রুটি-৪


45


90


282.744


6361.74


রুটি-৫


46


92


289.027


6647.625


মতামত


পিঁড়ির তুলনায় সকল
রুটির ব্যাসার্ধ, ব্যাস, পরিধি কিংবা ক্ষেত্রফল কম হয়ে থাকে।



ব্যাখ্যাঃ



যদি পিঁড়ি
বা রুটির ব্যাসার্ধ = r হয়,



তাহলে, এর
ব্যাস = 2r; পরিধি = 2πr; ক্ষেত্রফল
= πr2 যেখানে এর π মান 3.1416




দলগত
কাজ:



“বেলন
আকৃতির বস্তুর নাম লেখার প্রতিযোগিতা। ” সময়ঃ 5 মিনিট। দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় বেলন আকৃতির বস্তুর নাম লিখবে। যে দল সবচেয়ে
বেশি নাম লিখতে পারবে, সে দল জয়লাভ
করবে।



সমাধানঃ



তোমরা নিজেরা
চেষ্টা করবে। আমরা কিছু নাম নিচে উল্লেখ করলামঃ



  1. ক্যান
  2. নল
  3. পাইপ
  4. সিলিন্ডার
  5. ব্যারেল
  6. ড্রাম
  7. খন্ডিত তামার
    তার
  8. রড
  9. বৈদ্যুতিক
    খুটি
  10. বাঁশি
  11. পিলার
  12. পেন্সিল ব্যাটারি
  13. লাঠি
  14. হাতা
  15. বেলন
  16. বোতল

































 


শিখন সূত্রঃ



সিলিন্ডারটির
বক্রতলের ক্ষেত্রফল



= 2πrh



এখানে,
r=ব্যাসার্ধ এবং h=উচ্চতা যা নিচের চিত্রে দেখানো হলোঃ



সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল



একক
কাজ: (পৃষ্ঠা ২১১)



কোনো
এক কোম্পানী তাদের তৈরি করা গুড়োদুধ সমবৃত্তভূমিক সিলিন্ডার আকৃতির টিনের
পাত্রে বাজারজাত করতে চায়। টিনের পাত্রটির ব্যাস 16cm এবং উচ্চতা 24cm
কোম্পানী টিনের পাত্রটির উপর ও নিচের দিকে
ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোড়ক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।
মোড়কটির ক্ষেত্রফল নির্ণয় করো।



সমাধানঃ



টিনের
পাত্রটির উপর ও নিচের দিকে
ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোড়ক লাগানো হলে, মোড়কটির ক্ষেত্রফল = সিলিন্ডার
আকৃতির টিনের পাত্রের বক্রতলের ক্ষেত্রফল।



দেওয়া আছে,



টিনের পাত্রটির
ব্যাস = 16cm অর্থাৎ ব্যাসার্ধ r = 16/2 cm = 8cm



এবং উচ্চতা
h = 24cm



তাহলে,



টিনের পাত্রটির
বক্রতলের ক্ষেত্রফল



= 2πrh



= 2×3.1416×8×24
বর্গ সেমি



=
1206.2744 বর্গ সেমি।



অতএব, মোড়কটির
ক্ষেত্রফল 1206.2744 বর্গ সেমি।




শিখন সূত্রঃ



সিলিন্ডারের
সমগ্রতলের ক্ষেত্রফল



= বক্রতলের
ক্ষেত্রফল + ২×বৃত্তের ক্ষেত্রফল



= 2πrh + 2πr2



= 2πr(h+r)






একক কাজঃ
(পৃষ্ঠা ২১২)



১.
নিচের (i) ও (ii) নং চিত্র দুইটি
সমবৃত্তভূমিক সিলিন্ডার হলে এদের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো।



সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল



সমাধানঃ



(i) নং চিত্র
হতে পাই,



r = 14
cm ও h= 8 cm



তাহলে,
(i) নং সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল



= 2πr(h+r)
বর্গ একক



= 2×3.1416×14(8+14)
বর্গ সেমি



=
1935.2256 বর্গ সেমি



(ii) নং চিত্র
হতে পাই,



2r = 2
cm অর্থাৎ, r = 1 cm এবং h = 2 cm



তাহলে,
(ii) নং সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল



= 2πr(h+r)
বর্গ একক



= 2×3.1416×1(2+1)
বর্গ সেমি



=
18.8496 বর্গ সেমি




২.
নমিতার স্কুলে 24 টি গোলাকার পিলার
আছে। প্রতিটি পিলারের ব্যাস 30 সেন্টিমিটার এবং উচ্চতা 4 মিটার। প্রতি বর্গ মিটার রং করতে 125 টাকা
খরচ হলে সবগুলো পিলার রং করতে কত
টাকা খরচ হবে?



সমাধানঃ



দেওয়া আছে,



প্রতিটি পিলারের
ব্যাস = 2r = 30 সেমি



অর্থাৎ, ব্যাসার্ধ
r = 30/2 সেমি = 15 সেমি = 0.15 মিটার



এবং, প্রতিটি
পিইলারের উচ্চতা h = 4 মিটার।



এখন যেহেতু
স্কুলের পিলারের নিচে ও উপরে রং করা হয় না সেহেতু আমরা পিলারের বক্রতলের ক্ষেত্রফল
বের করব।



তাহলে,



একটি পিলারের
বক্রতলের ক্ষেত্রফল



= 2πrh
বর্গ একক



= 2×3.1416×0.15×4
বর্গ মিটার



= 3.76992
বর্গ মিটার



অতএব,



24 টি পিলারের
বক্রতলের ক্ষেত্রফল



= 24×3.76992
বর্গ মিটার



=
90.47808 বর্গ মিটার



এখন,



1 বর্গ মিটার
রং করতে খরচ হয় 125 টাকা



∵ 90.47808
বর্গ মিটার রং করতে খরচ হয় 125×90.47808 টাকা = 11309.76 টাকা।



সুতরাং, সবগুলো
পিলার রং করতে খরচ হয় 11309.76 টাকা।






শিখন সূত্রঃ



সিলিন্ডারের
আয়তন



= বৃত্তক্ষেত্রটির
ক্ষেত্রফল × উচ্চতা



= πr2×h
ঘন একক



= πr2h
ঘন একক।






একক কাজঃ
(পৃষ্ঠা ২১৪-২১৬)



১.
নিচের ছবিটি দেখো। এখানে সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে (ব্যাসর্ধ ও উচ্চতা) দ্বিগুণ
করা হয়েছে। ফলে আয়তনের কীরূপ পরিবর্তন ঘটবে? যুক্তিসহ মতামত ব্যক্ত করো।



সিলিন্ডারের আয়তন নির্ণয়



সমাধানঃ



ধরি, ১ম সিলিন্ডারের
ব্যাসার্ধ = r এবং উচ্চতা = h



শর্ত অনুসারে,



২য় সিলিন্ডারের
ব্যাসার্ধ = 2×r = 2r এবং উচ্চতা = 2×h = 2h



এবং ৩য় সিলিন্ডারের
ব্যাসার্ধ = 2×2r = 4r এবং উচ্চতা = 2×2h = 4h



তাহলে,



১ম সিলিন্ডারের
আয়তন = πr2h



২য় সিলিন্ডারের
আয়তন = π(2r)2(2h) = π4r22h = 8πr2h




৩য় সিলিন্ডারের
আয়তন = π(4r)2(4h) = π16r24h = 64πr2h = 8×8 πr2h



অর্থাৎ, সিলিন্ডারের
মাত্রাগুলো ক্রমানুসারে দ্বিগুণ করা হলে এদের আয়তন আট (8) গুণ হারে বৃদ্ধি পাবে।




২.
নিচের ছবিটি লক্ষ করো। এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা
অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে। সিলিন্ডার দুইটির আয়তনের
অনুপাত নির্ণয় করো।



সিলিন্ডারের আয়তনের অনুপাত নির্ণয়



সমাধানঃ



দেওয়া আছে,



১ম সিলিন্ডারের
ব্যাস = 30 cm অর্থাৎ, ব্যাসার্ধ (r1) = 30/2 cm
= 15 cm



ও এর উচ্চতা
(h1) = 20 cm



এবং,



২য় সিলিন্ডারের
ব্যাস = 60 cm অর্থাৎ, ব্যাসার্ধ (r2) = 60/2 cm
= 30 cm



ও এর উচ্চতা
(h2) = 10 cm



এখন,



১ম সিলিন্ডারের
আয়তন = πr12h1
= π×152×20
cubic cm



২য় সিলিন্ডারের
আয়তন = πr22h2 = π×302×10 cubic cm



অতএব, সিলিন্ডার
দুইটির আয়তনের অনুপাত



= π×152×20 : π×302×10



= 152×2
: 302



= 15×15×2
: 30×30



= 15×30
: 30×30



= 15 :
30



= 1 : 2




৩.
একটি বিস্কুট কোম্পানী বিস্কুট প্যাকিং এর জন্য আয়তাকার
ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করবে। সেজন্য নিচের দুই ধরনের বাক্সের পরিকল্পনা করে।



ক.
দৈর্ঘ্য = 20 সে.মি., প্রস্থ
= 8 সে.মি., উচ্চতা = 3 সে.মি.



খ.
দৈর্ঘ্য = 12 সে.মি., প্রস্থ
= 10 সে.মি., উচ্চতা = 4 সে.মি.



কোন
ধরনের বাক্সটি বানালে কোম্পানীর জন্য লাভজনক হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো।
আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং
কোম্পানী লাভবান হবে। এমন পরামর্শ তুমি কী দিতে পারবে?



সমাধানঃ



ক বাক্সের
আয়তন = 20×8×3 ঘন সেমি = 480 ঘন সেমি।



খ বাক্সের
আয়তন = 12×10×4 ঘন সেমি = 480 ঘন সেমি।



এখানে দেখা
যাচ্ছে দুইটি বাক্সের আয়তন একই; অর্থাৎ আয়তন ঠিক রেখে
বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং কোম্পানী লাভবান হবে যদি বাক্সের আকার = n× বিস্কুটের
আকার হয় অর্থাৎ বস্কুটগুলো যেন পরিপূর্ণভাবে বাক্সে সাজানো যায় যেখানে কোন ফাঁকা জায়গা
না থাকে।




৪.
একটি A4 আ-কৃ-তি-র কা-গ-জ-কে প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর
মোড়িয়ে  নিচের
চি ত্রে র ম তো দুইটি বেলন বা সিলিন্ডার বানাও।






ক.
তোমার বানানো বেলন বা সিলিন্ডার দুইটির মধ্যে কোনটির আয়তন বেশি?



খ.
A4 আ-কৃ-তি-র কা-গ-জ থেকে কোন আ-কৃ-তি-র অংশ কে-টে নিলে উভয় সিলিন্ডারের আয়তন স-মা-ন হবে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।



সমাধানঃ



(ক)



কাগজের দৈর্ঘ্য
= 29.7 সেমি ও প্রস্থ = 21 সেমি।



তাহলে
,



কাগজটিকে
দৈর্ঘ্য বরাবর মোড়িয়ে ১ম বেলন তৈরি করলে,



১ম বেলনের
পরিধি (2πr1)
= 29.7 সেমি ও উচ্চতা (h1) = 21 সেমি।



এখন,



2πr1 = 29.7



বা, r1
= 29.7/2π  =
4.7269 সেমি (প্রায়)



অতএব,



১ম বেলনের
আয়তন



=  πr12h1
ঘন একক



= 3.1416×(4.7269)2×21
ঘন সেমি



=
1474.086 ঘন সেমি  (প্রায়)



আবার,



কাগজটিকে
প্রস্থ বরাবর মোড়িয়ে ২য় বেলন তৈরি করলে,



২য় বেলনের
পরিধি (2πr2)
= 21 সেমি ও উচ্চতা (h1) = 29.7 সেমি।



এখন,



2πr2 = 21



বা, r2
= 21/2π 
= 3.3422 সেমি (প্রায়)



অতএব,



2y বেলনের
আয়তন



=  πr22h2
ঘন একক



= 3.1416×(3.3422)2×29.7
ঘন সেমি



=
1042.25 ঘন সেমি  (প্রায়)



অর্থাৎ, ১ম
বেলনের আয়তন ২য় বেলন অপেক্ষা বেশী।



(খ)



A4 আ-কৃ-তি-র
কা-গ-জ থেকে এমন একটা অংশ যার আ-কৃ-তি আয়তাকার যা কেটে
নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে।



ব্যাখ্যাঃ



নিচের চিত্রটি
লক্ষ্য করি,



A4 আকৃতির কাগজ এর মাধ্যমে সিলিন্ডারের আয়তন নির্ণয়



A4 কাগজটির
প্রস্থ = দৈর্ঘ্য হলে অর্থাৎ প্রস্থ 21 cm এর সমান দৈর্ঘ্য করলে সবুজ অংশের আয়তাকার
অংশ কেটে নিতে হয়। সেক্ষেত্রে কাগজটির দৈর্ঘ্য = প্রস্থ = 21 সেমি হয়।



সেক্ষেত্রে
দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মোড়িয়ে দুইটি
বেলন তৈরি করলে, প্রতিটি বেলনের উচ্চতা হবে 21 সেমি. ও পরিধি হবে 21 সেমি।



অর্থাৎ সিলিন্ডার
বা বেলন দুইটির আয়তন সমান হবে।



 


৫.
স্কেল দিয়ে মেপে 21cm দৈর্ঘ্য ও 12cm প্রস্থ বিশিষ্ট দুইটি কাগজের টুকরা
কেটে নাও। এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ
বরাবর রোল বা গোল করে
পাকিয়ে দুইটি সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার তৈরি
করো।



ক.
উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়
করো।



খ.
উভয় সিলিন্ডারের আয়তনে কোনো পার্থক্য থাকলে, কেন পার্থক্য হয়েছে তা যুক্তি সহ ব্যাখ্যা
করো।



সমাধানঃ



(ক)



দেওয়া আছে,



প্রত্যেকটি
কাগজের দৈর্ঘ্য = 21 সেমি ও প্রস্থ = 12 সেমি।



এখন,



১ম কাগজটাকে
দৈর্ঘ্য বরাবর রোল বা মুড়িয়ে সমবৃত্তভূমিক একটা বেলন বা সিলিন্ডার তৈরি
করি।



ফলে তৈরিকৃত
১ম সিলিন্ডারের পরিধি (2πr1)
= 21 সেমি ও উচ্চতা (h1) = 12 সেমি।



এবং



২য় কাগজটাকে
দৈর্ঘ্য বরাবর রোল বা মুড়িয়ে সমবৃত্তভূমিক একটি বেলন বা সিলিন্ডার তৈরি
করি।



ফলে তৈরিকৃত
২য় সিলিন্ডারের পরিধি (2πr2)
= 12 সেমি ও উচ্চতা (h2) = 21 সেমি।



সিলিন্ডারের আয়তনের পার্থক্য নির্ণয়



এখন,



১ম সিলিন্ডারের
পরিধি, 2πr1
= 21



বা, r1
= 21/2π = 3.3422 সেমি (প্রায়)



১ম সিলিন্ডারের
বক্রতলের ক্ষেত্রফল



= 2πr1h1 বর্গ একক



= (2πr1)×h1 বর্গ
একক



= 21×12 বর্গ
সেমি



= 252 বর্গ
সেমি




১ম সিলিন্ডারের
আয়তন



= πr12h1



= 3.1416×(3.3422)2×12



= 421.11
ঘন সেমি (প্রায়)



এবং,



২য় সিলিন্ডারের
পরিধি, 2πr2
= 12



বা, r2
= 12/2π = 1.91 সেমি (প্রায়)



২য় সিলিন্ডারের
বক্রতলের ক্ষেত্রফল



= 2πr2h2 বর্গ একক



= (2πr2)×h2 বর্গ
একক



= 12×21 বর্গ
সেমি



= 252 বর্গ
সেমি



২য় সিলিন্ডারের
আয়তন



= πr22h2



= 3.1416×(1.91)2×21



= 240.68
ঘন সেমি (প্রায়)



(খ)



ক হতে পাই,



১ম সিলিন্ডারের
আয়তন ২য় সিলিন্ডারের আয়তনের থেকে বড়।



কারনঃ



আমরা সিলিন্ডারের
আয়তন নির্ণয়ের সূত্র পর্যালোচনা করে দেখতে পাই, সিলিন্ডারের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে
সিলিন্ডারের ব্যাসার্ধ এর বর্গ ব্যবহৃত হয়।



এখানে, ১ম
সিলিন্ডারের ব্যাসার্ধ > ২য় সিলিন্ডারের ব্যাসার্ধ [ক হতে]



বা,  (১ম সিলিন্ডারের ব্যাসার্ধ)2 > (২য়
সিলিন্ডারের ব্যাসার্ধ)2



যার ফলে,
১ম সিলিন্ডারের আয়তন, ২য় সিলিন্ডারের আয়তন থেকে বড়।






৬.
ঢাকনাসহ একটি কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে ১০ সেমি, ৯
সেমি এবং ৭ সেমি। বাক্সটির
ভিতরের সমগ্রতলের ক্ষেত্রফল ২৬২ বর্গ সে.মি.।
বাক্সটির কাঠের পুরুত্ব সমান।



ক.
বাক্সটির আয়তন নির্ণয় করো।



খ.
বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো।



সমাধানঃ



(ক)



দেওয়া আছে,



বাক্সের বাইরের
মাপ যথাক্রমে 10 সে.মি., 9 সে.মি. এবং
7 সে.মি.।



অর্থাৎ, দৈর্ঘ্য
a = 10 সেমি; প্রস্থ b = 9 সেমি ; উচ্চতা c = 7 সেমি।



তাহলে,



বাক্সটির
আয়তন



= abc



= 10×9×7
ঘন সেমি



= 630 ঘন
সেমি।



(খ)



ধরি, বাক্সটির
দেয়ালের পুরুত্ব = x সেমি



তাহলে,



বাক্সটির
ভিতরের দৈর্ঘ্য a1= (10-2x) সেমি



বাক্সটির
ভিতরের প্রস্থ b1 = (9-2x) সেমি



বাক্সটির
ভিতরের উচ্চতা c1= (7-2x) সেমি



প্রশ্ন অনুসারে,



বাক্সের ভিতরের
সমগ্রতলের ক্ষেত্রফল = 262 বর্গ সেমি



বা, 2(a1b1+b1c1+c1a1)
= 262



বা,
2{(10-2x)(9-2x)+(9-2x)(7-2x)+(7-2x)(10-2x} = 262



বা,
2{(90-18x-20x+4x2)+(63-14x-18x+4x2)+(70-20x-14x+4x2)
= 262



বা, 90
-38x + 4x2 + 63 – 32x + 4x2 + 70 – 34x + 4x2 =
131



বা, 223
– 104x + 12x2 = 131



বা, 223
– 104x + 12x2 – 131 = 0



বা,  12x2 – 104x + 92 = 0



বা, 3x2
– 26x + 23 = 0



বা, 3x2
– 23x – 3x + 23 = 0



বা,
x(3x-23) – 1(3x-23) = 0



বা,
(x-1)(3x-23) = 0



বা,
3x-23 = 0 অথবা, x-1 = 0



বা, 3x =
23 অথবা, x = 1



বা, x = 23/3
= 7.67 যা বাক্সটির উচ্চতা থেকেও বড়।



তাহলে x অর্থাৎ
বাক্সের পুরুত্বের গ্রহণযোগ্য মান হলো 1.



অতএব, বাক্সটির
দেয়ালের পুরুত্ব = 1 সেমি।






৭.
একটি বেলনের আয়তন 150 ঘন সে.মি।
বেলনটির ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা কি
কি হওয়ার সম্ভাবনা আছে?



সমাধানঃ



বেলনটির ব্যাসার্ধ
r ও উচ্চতা h হলে,



বেলনের আয়তন,
πr2h =
150



বা, h =
150/πr2 …………(i)



এখন, (i)
নং সমীকরণ অনুসারে r এর মানের ভিত্তিতে h কি কি হতে পারে তার একটি তালিকা নিন্মে দেওয়া
হলোঃ

















































বেলনের
ব্যাসার্ধ (r)


বেলনের
উচ্চতা (h = 150/πr2)


1


47.74637


2


11.93659


3


5.305152


4


2.984148


5


1.909854


6


1.326288


7


0.974415


8


0.746037


9


0.589461


10


0.477463



আবার,



πr2h
= 150



বা, r = √(150/πh) ………(ii)



এখন,
(ii) নং সমীকরণ অনুসারে h এর মানের ভিত্তিতে r কি কি হতে পারে তার একটি তালিকা নিন্মে
দেওয়া হলোঃ

















































বেলনের
উচ্চতা (h)


বেলনের
ব্যাসার্ধ (r = √(150/πh)


1


6.909875


2


4.886019


3


3.989418


4


3.345493


5


3.09019


6


2.82094


7


2.611687


8


2.443


9


2.30329


10


2.185094



 
 



Post a Comment

Previous Post Next Post

Popular Items